আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন প্রকৌশল বিভাগের পূর্ত (Civil) ও বৈদ্যুতিক/যান্ত্রিক (E/M) কাজের তালিকাভূক্তির লক্ষ্যে আগামী ২৯-১২-২০২৪ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় সিএএবি সদরদপ্তরস্থ প্রধান প্রকৌশলীর দপ্তর, ৩য় তলায় (লিফ্টের ২ এ) প্রতিষ্ঠানের মালিক অথবা উপযুক্ত প্রতিনিধিকে (অনুমতিপত্রসহ) সশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। তবে, ইতিমধ্যে যেসকল প্রতিষ্ঠান তাদের সাক্ষাৎকার সম্পন্ন করেছেন তাদের আসার প্রয়োজন নেই।
উল্লেখ্য, কমিটির নিকট জমার দেয়ার জন্য অনলাইনে সাবমিটকৃত আবেদনপত্রসহ প্রতিষ্ঠানের বাঁধায়কৃত প্রোফাইল যার মধ্যে মালিকানার ধরণ অনুযায়ী এফিডেভিট/অন্যান্য ডকুমেন্ট (আবশ্যিক), ব্যাংক সলভেন্সি সনদ ও ব্যাংক স্টেটমেন্টের মুলকপি (আবশ্যিক) এবং অন্যান্য কাগজপত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে। *** কমিটিকে দেখানোর জন্যে অনলাইনে সাবমিটকৃত নিম্নেবর্ণিত কাগজপত্রের “মূলকপি” সাথে নিয়ে আসতে হবে-
১. হালনাগাদ ট্রেড লাইসেন্স (আবশ্যিক)
২. হালনাগাদ টিন রিটার্ন সনদ (আবশ্যিক)
৩. হালনাগাদ বিন সনদ (আবশ্যিক)
৪. প্রকৌশলীগণের সনদ (যাদের সনদের সত্যায়িত কপি অনলাইনে সাবমিট করা হয়েছে)
৫. যানবাহনের তালিকা অনুযায়ী TAX Token, Blue Book ও Fitness Certificate এর কপি (যদি অনলাইনে সাবমিট করা হয়ে থাকে);
৬. অন্য কোন সরকারী/আধা-সরকারী/সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের লাইসেন্সের হালনাগাদ কাগজপত্র (যদি অনলাইনে সাবমিট করা হয়ে থাকে);
৭. অন্যান্য তালিকাভূক্ত প্রতিষ্ঠানে গত ৫ বছরের সম্পাদিত কাজের মূল্যসহ কার্য সমাপ্তির সনদের কপি ((যদি অনলাইনে সাবমিট করা হয়ে থাকে);
৮. ই/এম লাইসেন্সের ক্ষেত্রে বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড কর্তৃক ইস্যুকৃত/নবায়নকৃত হালনাগাদ বৈদ্যুতিক কন্ট্রাকটর লাইসেন্স (এবিসি ক্যাটাগরী) ও ইলেক্ট্রিক সুপারভাইজারী লাইসেন্সের কপি (মূলকপি আবশ্যিক);