প্রকৌশল বিভাগের আওতাধীন নতুন তালিকাভূক্তির জন্য ইচ্ছুক প্রতিষ্ঠানকে ০৫/০২/২০২৬ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। নতুন তালিকাভূক্তি, মানোন্নয়ন ও নবায়ন সংক্রান্ত বিষয়ে জানতে Home পেইজের Instructions (নির্দেশিকা) অনুসরণ করুন।
সাক্ষাৎকার বিষয়ে পরামর্শ: অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন হলে, বাঁধায়কৃত প্রোফাইল এবং ট্রেড লাইসেন্সের মূলকপি, আয়কর দাখিল সনদপত্রের মূলকপি, ভ্যাট/বিন-এর মূলকপি, প্রকৌশলীগণের শিক্ষাগত সনদপত্রের মূলকপি, যানবাহনের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও ব্লুক বুক-এর মূলকপি, অন্যান্য প্রতিষ্ঠানের লাইসেন্সের মূলকপি, কার্যসম্পাদনের সনদপত্রের মূলকপি এবং ই/এম তালিকাভূক্তির ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে ইলেক্ট্রিক কন্ট্রাকটর ও সুপারভাইজারী লাইসেন্সের মূলকপি সহ নির্ধারিত তারিখের মধ্যে কমিটির নিকট সাক্ষাৎ করবেন। কমিটি মূলকপি যাচাই করার পর সাক্ষাৎকার প্রার্থীকে তা ফেরৎ প্রদান করবেন।