বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আপনাকে অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের আওতাধীন সিভিল ও ই/এম কাজের তালিকাভূক্তির লক্ষ্যে আপনার আবেদন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এ প্রেক্ষিতে,আপনার প্রতিষ্ঠানের তালিকাভূক্তি ফি আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে সিএএবি সদরদপ্তর এর লিফ্টের ৭ এ, ক্যাশ শাখায় নগদে জমা করত: ক্যাশ শাখা কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দিয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উক্ত তারিখের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ/অপারগ হলে আপনার তালিকাভূক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। উল্লেখ্য, ফি অনলাইনে এন্ট্রি দেয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার প্যানেলে লগইন করে তালিকাভূক্তি সনদ সংগ্রহ/প্রিন্ট/সেইভ করা যাবে । তবে, আইডি কার্ড প্রকৌশল শাখা হতে পরবর্তীতে সংগ্রহ করতে হবে।