বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের আওতাধীন সিভিল ও ই/এম কাজের নতুন তালিকাভূক্তির লক্ষ্যে অনলাইনে আবেদনের নিয়ম-
নতুন তালিকাভূক্তির জন্য https://enlistmentcaab.info/অয়েব পোর্টালে গিয়ে New Apply এ ক্লিক করুন; প্রাতিষ্ঠানিক তথ্যাদি সঠিকভাবে পূরণ করুন [এখানে বিশেষভাবে লক্ষনীয় হচ্ছে * তালিকাভূক্তির ধরণ সিলেক্ট করার সময় (১) সিভিল, (২) ই/এম, (৩) সিভিল ও ই/এম {(২) ও (৩) এর ক্ষেত্রে অবশ্যই প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে ইলেক্ট্রিক্যাল কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর লাইসেন্স থাকবে হবে;} অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে); * মালিকানার ধরণ-(১) একক মালিকানা; (২) অংশীদারী; (৩) যৌথ মূলধন; (৪) পাবলিক লিমিটেড কোম্পানি ও (৫) প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যেকোনো একটি সিলেক্ট করুন (উল্লেখ্য, তালিকাভূক্তির ধরণ ও মালিকানার ধরণ পরবর্তীতে পরিবর্তন করা যাবে না]; সকল তথ্য প্রদান পূর্বক SAVE এ ক্লিক করুন;
স্বয়ংক্রিয়ভাবে আগত আবেদনপত্রটি সেভ করুন ও আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে প্রিন্ট করুন। প্রিন্ট কপিতে স্বাক্ষর করে ৫৭৫ টাকা আবেদন ফি বাবদ সিএএবি সদরদপ্তর এর লিফ্টের ৭ এ, ক্যাশ শাখায় নগদে জমা দিয়ে ক্যাশ শাখা কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দিয়েছে কিনা তা নিশ্চিত হোন।
- এখন https://enlistmentcaab.info/login ওয়েব পোর্টালে গিয়ে login ID হিসেবে ইতিপূর্বে প্রদেয় email address এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- আবেদন ফি জমাদানের হলুদ রিসিটের ৬ ডিজিটের নাম্বার দিন, জমার তারিখ লিখুন রিসিট আপলোড করুন এবং Save এ ক্লিক করুন।
- এখন প্রোফাইল হালনাগাদ-এ ক্লিক করে প্রোফাইলের সকল তথ্য দিন এবং Submit এ ক্লিক করুন।
- এখন বাম পাশের মেনু থেকে ই-লাইসেন্সের আবেদনে ক্লিক করুন এবং পর্যায়ক্রমে সকল তথ্য পূরণ করুন এবং ডকুমেন্টস আপলোড করুন। কোনো তথ্য যেন বাদ না যায় তা ভালোভাবে লক্ষ্য রাখুন।
- Next এ ক্লিক করে পাঁচটি ধাপের সকল তথ্য পূরণ করুন ও ডকুমেন্টস আপলোড শেষে প্রতিটি ধাপ চেক করুন এবং সর্বশেষ সাবমিট করুন। সাবমিট করা হলে বামপাশের মেনু থেকে ই-লাইসেন্সের আবেদন কপি-তে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করুন।
- প্রিন্টকৃত আবেদনপত্রের সাথে আবেদন ফি জমার মূলরশিদসহ পর্যায়ক্রমে যে ডকুমেন্টস ইতিপূর্বে আপলোড করা হয়েছে তার স্পষ্ট কপি (প্রযোজ্য ক্ষেত্রে কালার কপি), মালিকানার এফিডেভিট-এর মূলকপি, ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক সাবলম্বিতার সনদ-এর মূলকপি ও ব্যাংক স্টেটমেন্ট-এর মূলকপি; প্রতিষ্ঠানে চাকুরীরত প্রকৌশলীদের তালিকা-এর মূলকপি সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং নিয়োগ পত্রের মূলকপি; প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষজনশক্তির তালিকার মূলকপি; অফিসের দলিলের কপি, অফিস সরঞ্জামাদির তালিকার মূলকপি; নির্মাণ সরঞ্জামাদির তালিকার মূলকপি; ই/এম কাজের সরঞ্জামাদির তালিকার মূলকপি; যানবাহনের তালিকার মূলকপি (যদি থাকে); অন্য কোন সরকারী/আধাসরকারী ও শ্বায়ত্বসাশিত সংস্থায় তালিকাভুক্ত থাকিলে তার লাইসেন্স/সনদ/তালিকাভূক্তির ফটোকপি; বিগত ৫ বছরে যে সমস্ত কাজ তালিকাভুক্ত প্রতিষ্ঠানে সন্তোষজনকভাবে সুসম্পন্ন করেছেন তার তালিকার মূলকপি ছক অনুসারে এবং কার্যাদেশ ও কার্য সম্পাদন সনদের ফটোকপিসহ একটি প্রোফাইল স্পাইরাল বাঁধায় করে রাখতে হবে। যা সাক্ষাৎকারের দিন সঙ্গে আনতে হবে এবং কমিটির নিকট জমা দিতে হবে। প্রোফাইল জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
নবায়ন সংক্রান্ত তথ্য ও আবেদনের ক্ষেত্রে অনুসরণীয়:
১। নবায়নের জন্য আবেদনকারীকে সরাসরি Renewal অথবা Login এ ক্লিক করতে হবে। এক্ষেত্রে প্রথম বারের জন্য User ID হিসেবে ৭ সংখ্যার তালিকাভূক্তি নাম্বার/তালিকাভূক্তি বই নাম্বার এবং Password হিসেবে 12345678 এবং পরবর্তীতে আবেদনপত্রে উল্লেখিত ই-মেইল ও আবেদনের সময় প্রদত্ত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে;
২। ট্রেড লাইসেন্সের হালনাগাদ কপি আপলোড করতে হবে;
৩। আয়কর (TIN) দাখিল সনদের হালনাগাদ কপি আপলোড করতে হবে;
৪। ই/এম লাইসেন্সের ক্ষেত্রে হালনাগাদ বৈদ্যুতিক কন্ট্রাকটর লাইসেন্স (ABC) ও সুপারভাইজারি সনদের কপি আপলোড করতে হবে;
৫। গত বছরের মূল মানি রিসিপ্টের কপি সংযুক্ত/আপলোড করতে হবে;
৬। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।