বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আপনাকে অভিনন্দন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের আওতাধীন সিভিল ও ই/এম কাজের তালিকাভূক্তির লক্ষ্যে অনলাইন পোর্টালে আবেদন করার জন্য খোলা আছে। এ প্রেক্ষিতে,আপনার প্রতিষ্ঠানের পক্ষে আবেদনের জন্য নিম্নোক্তভাবে আবেদন করতে পারবেন-
নতুন তালিকাভূক্তির জন্য https://enlistmentcaab.info/অয়েব পোর্টালে গিয়ে New Apply এ ক্লিক করুন; প্রাতিষ্ঠানিক তথ্যাদি পেইজটি সঠিকভাবে পূরণ করুন [এখানে বিশেষভাবে লক্ষনীয় হচ্ছে * তালিকাভূক্তির ধরণ সিলেক্ট করার সময় (১) সিভিল, (২) ই/এম, (৩) সিভিল ও ই/এম {(২) ও (৩) এর ক্ষেত্রে অবশ্যই প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে ইলেক্ট্রিক্যাল কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর লাইসেন্স থাকবে হবে;} অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে); * মালিকানার ধরণ-(১) একক মালিকানা; (২) অংশীদারী; (৩) যৌথ মূলধনী; (৪) পাবলিক লিমিটেড কোম্পানি ও (৫) প্রাইভেট লিমিটেড কোম্পানি; থেকে যেকোনো একটি সিলেক্ট করুন (তালিকাভূক্তির ধরণ ও মালিকানার ধরণ পরবর্তীতে পরিবর্তন করা যাবে না]; সকল তথ্য পূরণ/লেখা শেষ হলে SAVE এ ক্লিক করুন;
স্বয়ংক্রিয়ভাবে আগত আবেদনপত্রটি সেভ করুন ও আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে প্রিন্ট করুন; প্রিন্ট কপিতে স্বাক্ষর করে ৫৭৫ টাকা আবেদন ফি বাবদ সিএএবি সদরদপ্তর এর লিফ্টের ৭ এ, ক্যাশ শাখায় নগদে জমা দিয়ে ক্যাশ শাখা কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দিয়েছে কিনা তা নিশ্চিত হউন।
- https://enlistmentcaab.info/login গিয়ে login ID হিসেবে email address এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- আবেদন ফি জমাদানের হলুদ রিসিটের ৬ ডিজিটের নাম্বার দিন, জমার তারিখ লিখুন রিসিট আপলোড করুন এবং Save এ ক্লিক করুন।
- এখন প্রোফাইল হালনাগাদ-এ ক্লিক করে প্রোফাইলের সকল তথ্য দিয়ে পুরণ করুন এবং Submit ক্লিক করুন।
- এখন বাম পাশের মেনু থেকে ই-লাইসেন্সের আবেদনে ক্লিক করুন এবং পর্যায়ক্রমে সকল তথ্য পূরণ করুন এবং ডকুমেন্টস আপলোড করুন। কোনো তথ্য যেন বাদ না যায় তা ভালোভাবে লক্ষ্য রাখুন।
- Next এ ক্লিক করে পাঁচটি ধাপের সকল তথ্য পূরণ ও ডকুমেন্টস আপলোড শেষে প্রতিটি ধাপ চেক করুন এবং সর্বশেষ সাবমিট করুন। সাবমিট করা হলে বামপাশের মেনু থেকে ই-লাইসেন্সের আবেদন কপি-তে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করুন।
- প্রিন্টকৃত আবেদনপত্রের সাথে আবেদন ফি জমার মূলরশিদসহ পর্যায়ক্রমে যে ডকুমেন্টস ইতিপূর্বে আপলোড করা হয়েছে তার স্পষ্ট কপি (প্রযোজ্য ক্ষেত্রে কালার কপি), মালিকানার এফিডেভিট-এর মূলকপি, ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক সাবলম্বিতার সনদ-এর মূলকপি ও ব্যাংক স্টেটমেন্ট-এর মূলকপি; প্রতিষ্ঠানে চাকুরীরত প্রকৌশলীদের তালিকা-এর মূলকপি সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং নিয়োগ পত্রের মূলকপি; প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষজনশক্তির তালিকার মূলকপি; অফিসের দলিলের কপি, অফিস সরঞ্জামাদির তালিকার মূলকপি; নির্মাণ সরঞ্জামাদির তালিকার মূলকপি; ই/এম কাজের সরঞ্জামাদির তালিকার মূলকপি; যানবাহনের তালিকার মূলকপি (যদি থাকে); অন্য কোন সরকারী/আধাসরকারী ও শ্বায়ত্বসাশিত সংস্থায় তালিকাভুক্ত থাকিলে তার লাইসেন্স/সনদ/তালিকাভূক্তির ফটোকপি; বিগত ৫ বছরে যে সমস্ত কাজ তালিকাভুক্ত প্রতিষ্ঠানে সন্তোষজনকভাবে সুসম্পন্ন করেছেন তার তালিকার মূলকপি ছক অনুসারে এবং কার্যাদেশ ও কার্য সম্পাদনের ফটোকপিসহ একটি প্রোফাইল পুস্তকাকারে বাঁধায় করে রাখতে হবে। যা সাক্ষাৎকারের দিন সঙ্গে আনতে হবে এবং কমিটির নিকট জমা দিতে হবে। প্রোফাইল জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।